• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বে একদিনে করোনায় ফের প্রাণহানি বেড়েছে 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৮
বিশ্বে একদিনে করোনায় ফের প্রাণহানি বেড়েছে 
ফাইল ছবি

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও আট হাজার ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৯০ জন। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৩ হাজার ৫৪১ জন। এর আগের দিন (৭ সেপ্টেম্বর) একদিনে ৬ হাজার ৬০৬ জনের মৃত্যু ও ৩ লাখ ৯৯ হাজার ২১১ জন শনাক্ত হয়।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৮ হাজার ৩৭৬ জনে। এ সময় বিশ্বব্যাপী শনাক্ত হয়েছেন ২২ কোটি ২৭ লাখ ১৬ হাজার ১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৪৮৪ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১২ লাখ ৬ হাজার ৬৭২ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৬৯ হাজার ২২ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ২২ হাজার ২৬৩ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪১ হাজার ৪৪৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লাখ ৫৬ হাজার ৫৫২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা ২ কোটি ৯ লাখ ১৩ হাজার ৫৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৮৪ হাজার ২০৮ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৬৪৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জিএম

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
গরম বাড়তেই ঈদের পর ফের বেড়েছে তরমুজের দাম 
ঈদের আগে আরও বেড়েছে মাংসের দাম
কমলাপুরে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়
X
Fresh