• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কবি জয় গোস্বামী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২১, ০৯:৪৯
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কবি জয় গোস্বামী
কবি জয় গোস্বামী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কবি জয় গোস্বামী। রোববার সন্ধ্যায় ৬৬ বছর বয়সী কবিকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। কবির স্ত্রী কাবেরী গোস্বামীর মৃদু উপসর্গ থাকায় তাকেও একইসঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামী বলেন, বাবা-মায়ের অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক আছে। রোববার সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়ার সঙ্গে সঙ্গেই কোভিড পরীক্ষা করা হয়। ফলাফল আসার আগেই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিই।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রোববার (১৬ মে) সকালে জ্বর আসে কবি জয় গোস্বামীর। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে গেলে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাত ১০টার দিকে কোভিড ফলাফল পজিটিভ আসায় কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। আজ কবির স্ত্রীর কোভিড পরীক্ষা করানো হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
X
Fresh