• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনের সিনোফার্ম টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ১১:২৮
চীনের সিনোফার্ম টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
চীনের সিনোফার্ম টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারি করোনাভাইরাসের এই সময় জরুরি ব্যবহারের জন্য চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (৭ মে) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

প্রতিবেদন থেকে জানা গেছে, চীনের এই টিকার অনুমোদন করোনা রোধে টিকার নিরাপত্তা ও কার্যকারিতার বিষয়ে জাতীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবুজ সংকেতের ইঙ্গিত। ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোয় করোনার টিকা সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সে এ টিকার অন্তর্ভুক্তির অনুমোদন সহজেই পাওয়া যাবে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা রোধে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন ও জনসন এবং মডার্নার টিকার জরুরি অনুমোদন দিয়েছে।

এদিকে গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। ভারত সেরাম ইনস্টিটিউট তাদের টিকা রপ্তানি স্থগিতের ঘোষণা দিলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh