• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করোনার চিকিৎসায় আইসিইউসহ পর্যাপ্ত সামগ্রী মজুদ রয়েছে (ভিডিও)

এ আর বাদল

  ৩০ এপ্রিল ২০২১, ০৮:২৭
ফাইল ছবি

আইসিইউ শয্যাসহ করোনা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক। আরও চিকিৎসা সামগ্রী সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, সবার স্বাস্থ্যসেবা যেন নিশ্চিত করা যায় সেভাবেই ব্যবস্থাপনা করা উচিত। এজন্য হাসপাতালের চাহিদার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বললেন তিনি।

করোনা সংক্রমণ বাড়ায় মার্চের শুরু থেকেই দেশে আইসিইউ শয্যার সংকট দেখা দেয়। রোগীরা ছুটতে থাকেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। দিনের পর দিন সিরিয়ালে থেকেও অনেকে পাননি আইসিইউ শয্যা। যদিও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক জানালেন, চাহিদা অনুযায়ী যথেষ্ট পরিমাণে করোনার চিকিৎসা সামগ্রী মজুদ আছে। পরিস্থিতি বিবেচনায় এসব সামগ্রী আরও সংগ্রহের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান বলছেন, ২৮৭টি ভেন্টিলেটর ছিল। এই মুহূর্তে আছে ৯১টা। পিপিই আছে ৪ লাখ ১৬ হাজার ৭৭৬টি, অক্সিজেন কনসেনট্রেটর ১৭৬৩টি, আইসিইউ বেড ছিল ৫৫০ কিন্তু এখন আছে ২৩৫টি। এসব বিতরণ হয়ে যাচ্ছে। অক্সিজেন সিলিন্ডার আছে ৬ হাজার, সার্জিক্যাল মাস্ক আছে প্রায় ৩৫ লাখ, গাম বুট আছে ৭ হাজার ৮৯০।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, সংশ্লিষ্ট দপ্তরের উচিত সারা দেশের হাসপাতালগুলোর চাহিদার তালিকা তৈরি করে সমন্বয় করা, যাতে সংকট তৈরি না হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ বলছেন, স্বাস্থ্য বিভাগের উচিত বিভিন্ন ঔষধাগার বা যেসব যন্ত্রপাতি রয়েছে তার তালিকা প্রণয়ন করা এবং বিভিন্ন হাসপাতালের চাহিদার তালিকা নেয়া। আমাদের লক্ষ্য রাখতে হবে যতজন রোগী স্বাস্থ্যসেবা নিতে চাইবে তাদের স্বাস্থ্যসেবা যেন নিশ্চিত করতে পারে সরকার।

করোনাকালীন মহামারিতে সব ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও মজুদের বিষয়টি বেশি গুরুত্ব পাওয়া প্রয়োজন বলেও মনে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।

এসআর/এম

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ধ্রুব এষ আইসিইউতে
শিশু মারা যাওয়ায় চিকিৎসককে আইসিইউতে পাঠালেন স্বজনরা
X
Fresh