• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গর্ভাবস্থায় করোনা হলে যা করবেন

আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ২১:৩৫
গর্ভাবস্থায় করোনা হলে যা করবেন
গর্ভাবস্থায় করোনা হলে যা করবেন

গর্ভবতী মায়েদের করোনা পজিটিভ হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এজন্য আপনার যা জানা প্রয়োজন এবং আপনি যা করতে পারেন, তা এখানে তুলে ধরা হলো।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা অনুসারে, কোভিড-১৯ এ সংক্রামিত গর্ভবতী মায়েদের এবং তাদের নবজাতক শিশুদের জটিলতার ঝুঁকি বেশি। যদিও এটি সব গর্ভবতী নারীর বেলায় প্রযোজ্য নয়।

বিশেষজ্ঞদের মতে, দুটি জীবন নিয়ে যাওয়ার কারণ হতে পারে করোনা। তাই গর্ভবতী মায়েদের আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

আক্রান্ত হলে যা করবেন: চিকিৎসা করার চেয়ে রোগ যেন না হয়, সে চেষ্টা করা ভালো। অর্থাৎ রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ শ্রেয়। তাই আগে থেকেই করোনা প্রতিরোধে সমস্ত সুরক্ষা অনুসরণ করছেন কিনা নিশ্চিত হোন। অপ্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেবেন না।

স্বাস্থ্যকর ডায়েট এবং বিশ্রামের পাশাপাশি ভিটামিন এবং জিঙ্ক খান। মাঝারি ব্যায়াম অব্যাহত রাখুন।

করোনা পজিটিভ হলে আতঙ্কিত হয়ে হাসপাতালে যাবেন না। ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকুন। ডাক্তারের সঙ্গে ফোনে পরামর্শ নিয়ে বাড়িতেই থাকুন। প্রতি ৬ ঘন্টা পর পর অক্সিজেনের অবস্থা চেক করবেন।

নিজে কোনো ওষুধ সেবন করবেন না। সাপ্লিমেন্ট সেবনের আগে ডাক্তারের সঙ্গে কথা বলে নিন।

চার দিন ধরে প্যারাসিটামল সেবনের পরও জ্বর না কমলে এবং যে কোনো সময় অক্সিজেনের স্যাচুরেশেন ৯৪ এর নিচে নেমে গেলে, আপনাকে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। যদি বুকে প্রচণ্ড ব্যথা হয়, নখে নীলচে ভাব আসে তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
রোজার সময় গর্ভবতী মায়ের খাবার-দাবার
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
X
Fresh