Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮

‘অন্য দেশ থেকেও  ভ্যাকসিন আনার উদ্যোগ নেয়া হয়েছে’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও সরকার করোনার ভ্যাকসিন আনার উদ্যোগ নিয়েছে। একথা বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ের ক্লিনিক ভবনে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের প্রাপ্যতা নিয়ে অনেক সংশয় ছড়ানো হয়েছিল। কিছু পত্রপত্রিকা, প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অপপ্রচার চালিয়ে দ্বিতীয় ডোজ নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরির অপচেষ্টা করা হয়েছিল। তবে বাস্তবতা হচ্ছে, এরই মধ্যে প্রায় ১৭ লাখ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে।

জনগণকে করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন নয়, অন্যান্য দেশ থেকেও ভ্যাকসিন আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা মহামারির মধ্যে মানুষকে স্বাস্থ্যসুরক্ষা দেয়ার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিলেন।’

এম

RTV Drama
RTVPLUS