• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

২০২১ চিকিৎসক পদক পেলেন যারা

আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২১, ১৮:৫২
doctor
সংগৃহীত

১-৭ এপ্রিল, ২০২১ চিকিৎসক সপ্তাহ উপলক্ষ্যে ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি’ এবং ‘বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট’ কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী কার্যক্রম সমপন্ন হলো। এবারের প্রতিপাদ্য ছিল– ‘স্বাস্থ্যখাতের সকল অংশে চিকিৎসকদের সমান অংশীদারিত্ব নিশ্চিত এক আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শর্ত।’

অনলাইন ভিত্তিক নানান আয়োজন ও দেশের মেডিকেল শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ও মেডিকেল রিসার্চ বা গবেষণা কার্যক্রম প্রভৃতি নিয়ে ফলপ্রসূ আলোচনা সভায় মুখরিত ও আড়ম্বরপূর্ণ ভাবে ৭ দিন ধরে পালিত হলো ‘চিকিৎসক সপ্তাহ ২০২১’ এর ‘সমাপনী ও চিকিৎসক পদক-২০২১ ঘোষণা।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী, আইসিডিডিআর, বি’র সংক্রামক রোগ বিভাগের মিউকোসাল ইমিউনোলজি ও ভ্যাক্সিনোলজি ইউনিটের সিনিয়র সায়েন্টিস্ট ও বিভাগীয় প্রধান ড. ফেরদৌসী কাদরী, বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের বৃহৎ সংগঠন ওজিএসবির নবনির্বাচিত সেক্রেটারি অধ্যাপক ডা. গুলশান আরা, বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. রোকন উদ্দীন ও প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. ফয়সাল বিন সালেহ।

অনুষ্ঠানে ‘প্ল্যাটফর্ম’ ও ‘বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট’ কর্তৃক আয়োজিত চিকিৎসক সপ্তাহের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ। এ ধরনের অনুষ্ঠান দেশের চিকিৎসক সমাজের অবদান তুলে ধরবার জন্য এবং তাদের যথাযথ সম্মাননা প্রদানের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত বলেও মনে করেন তারা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকার জন্য ১৬ ব্যক্তি ও ৩টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্ল্যাটফর্ম ও বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসক পদক প্রদানের ঘোষণা করা হয়। ১৬ জন ব্যক্তির মধ্যে রয়েছেন ১৪ জন চিকিৎসক, ১ জন আইনজীবী ও ১ জন সাংবাদিক। যারা এ সম্মাননা অর্জন করেন তারা হলেন:

১. অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম
চিকিৎসক
ব্যসিক অ্যান্ড এলায়েড

২. অধ্যাপক ডা. নজরুল ইসলাম
চিকিৎসক
ব্যসিক অ্যান্ড এলায়েড

৩. অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক
চিকিৎসক
মেডিসিন অ্যান্ড এলায়েড

৪. অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক
চিকিৎসক
মেডিসিন অ্যান্ড এলায়েড

৫. অধ্যাপক ডা. এ জেড এন মাইদুল ইসলাম
চিকিৎসক
মেডিসিন অ্যান্ড এলায়েড

৬. অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান
চিকিৎসক
সার্জারি অ্যান্ড এলায়েড

৭. ডা. মাহবুবুর রহমান চৌধুরী
চিকিৎসক
সার্জারি অ্যান্ড এলায়েড

৮. অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী
চিকিৎসক
গাইনোকোলজি অ্যান্ড এলায়েড

৯. অধ্যাপক ডা. রাশিদা বেগম
চিকিৎসক
গাইনোকোলজি অ্যান্ড এলায়েড

১০. অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার
চিকিৎসক
পেডিয়াট্রিক্স অ্যান্ড এলায়েড

১১. অধ্যাপক ডা. এম এ ফয়েজ
চিকিৎসক
চিকিৎসা গবেষণা

১২. অধ্যাপক ডা. তাহমিনা বানু
চিকিৎসক
চিকিৎসা গবেষণা

১৩. অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা
চিকিৎসক
ডেন্ট্রিস্ট্রি অ্যান্ড এলায়েড

১৪. অধ্যাপক ডা. এম মনির হোসেন
চিকিৎসক
সমাজসেবা

১৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
হাসপাতাল
সরকারি পর্যায়

১৬. বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল
হাসপাতাল
বেসরকারি পর্যায়

১৭. হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর
সেবাধর্মী প্রতিষ্ঠান
সমাজসেবা

১৮. জেড আই খান (পান্না)
আইনজীবী
আইন

১৯. মোহসীন-উল হাকিম
সাংবাদিক
সাংবাদিকতা

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh