• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেবল বাংলাদেশেই ৪৬০৪ বার ধরন পাল্টেছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২১, ১২:৪০
In Bangladesh alone, the coronavirus has changed 4604 times, কেবল বাংলাদেশেই ৪৬০৪ বার ধরণ পাল্টেছে করোনা, RTV
সংগৃহীত ছবি

ধরন বা রূপ পরিবর্তনে বাংলাদেশে রেকর্ড করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গবেষণায় দেখা গেছে, ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কেবল বাংলাদেশেই ৪৬০৪ বার রূপ পরিবর্তন করেছে এই ভাইরাসটি। যার মধ্যে ৩৪টি রূপ সম্পূর্ণ নতুন।

মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই গবেষণাটি চালান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণার ফলাফল নেদারল্যান্ডসের এলসিভিআর ও ভাইরাল রিসার্স ন্যাদারল্যান্ডস টুডে নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণার নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আদনান মান্নান।

গবেষণায় দেখা গেছে, দেশে পাওয়া করোনা ভাইরাসের ৪৬০৪টি রূপের মধ্যে বেশি পাওয়া গেছে চট্টগ্রামে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার রূপগুলোর সঙ্গে এর মিল রয়েছে।

দেশে যেহেতু ভাইরাসের নতুন ৩৪টি মিউটেশন পাওয়া গেছে সেজন্য আরও বেশি বেশি গবেষণা করা দরকার বলে জানিয়েছেন প্রফেসর আদনান। এর আগে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনেরও সন্ধান পাওয়া যায় বাংলাদেশে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

টিএস

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
মাইকে লোক ডেকে চবি শিক্ষার্থীদের ওপর হামলা
চবিতে ছাত্র সংঘর্ষের বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনকে শিক্ষামন্ত্রীর অনুরোধ
X
Fresh