logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

চারজনের মধ্যে একজন ভুগতে পারেন শ্রবণ সমস্যায় : ডব্লিওএইচও

বর্তমান সময়ে বিশ্বে প্রতি পাঁচজনের একজন শ্রবণ সমস্যায় ভুগছেন। এটা বাড়তে পারে ২০৫০ সাল নাগাদ। এমন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিওএইচও। তাদের সমীক্ষা অনুযায়ী বিশ্বে চারজনের মধ্যে একজন ভুগতে পারেন শ্রবণ সমস্যায়।

এই সমস্যার কারণে চাকরি হারাতে পারেন অনেকে। যে কারণে শুধু স্বাস্থ্যের ক্ষতিই নয়, আর্থিক ক্ষতিও হবে। যা মানসিক স্বাস্থ্যতেও বড় সমস্যায় ফেলবে।

এ নিয়ে ডব্লিউএইচও'র এক প্রতিবেদনে বলা হয়েছে, এর থেকে বাঁচতে হলে এখনই কানের রোগ সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় অতিরিক্ত বিনিয়োগ করতে হবে।

৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবসকে সামনে রেখে ২ মার্চ, মঙ্গলবার ডব্লিউএইচও'র ওয়েবসাইটে শ্রবণবিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‌‘এখন থেকে প্রত্যেকটি দেশে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী ২০৫০ সালের মধ্যে ২ দশমিক ৫ বিলিয়নের ভেতর ৭০০ মিলিয়ন মানুষের অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছাতে পারে যা তাদের শ্রবণ সহায়ক যন্ত্রপাতি, চিকিৎসা ও পুনর্বাসন সেবার প্রয়োজন হতে পারে।’

এমআর/

RTV Drama
RTVPLUS