• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টিকা নিয়ে ভালো লাগছে বললেন বিএনপি নেতা খোকন

আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪০
মাহবুব উদ্দিন খোকন

করোনাভাইরাসের টিকা নিয়ে বিএনপির অনেকে সংশয় প্রকাশ করলেও দলটির কেন্দ্রীয় নেতাদের মাঝ সবার আগে সেই টিকা দিলেন দলটির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন ৬৫ বছর বয়সী এই আইনজীবী।

পরে প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, মেন্টালি বেটার ফিল করছি। টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা বলতে পারছি না। তবে আই এম ফিলিং বেটার।

এর আগে টিকা নেয়ার সময় বিএনপির এই নেতা নার্সদের বলেন, সুচটি আস্তে আস্তে ফুটায়েন। তবে তিনি এসব কথা যখন বলছেন তখনই নার্স সুচটি ফুটিয়ে দেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, সারা পৃথিবীতে টিকা সেফ কিনা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা প্রথম টিকা নিয়ে জনগণকে সে সন্দেহ থেকে দূরে রেখেছেন। আমাদের প্রধানমন্ত্রীর সবার আগে টিকা নেওয়া উচিত ছিল। তাহলে জনগণ আরও বুঝতো টিকাটা সেফ। তা না করে একজন নার্স নিয়েছেন প্রথম টিকা। আমার মনে হয় জনগণের আস্থার জন্য প্রধানমন্ত্রীর প্রথম টিকা নেওয়া উচিত ছিল।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh