• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে ২০ লাখ টিকা আসছে বুধবার

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ২২:৪৯
20 lakh, vaccines, coming, country, Wednesday
দেশে ২০ লাখ টিকা আসছে বুধবার

আগামী বুধবার ভারত থেকে ২০ লাখ করোনাভাইরাস প্রতিরোধী টিকা বাংলাদেশে আসছে বলে তথ্য নিশ্চিত করেছেন স্বস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এসব টিকা ভারত সরকার উপহার হিসেবে দিচ্ছে বাংলাদেশকে। টিকা ব্যবহারের অনুমতি চেয়ে ঔষধ প্রশাসনে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রাণলয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা। আমাদের সঙ্গে যে চুক্তি আছে এই টিকা তার অতিরিক্ত। এটা আসছে এটা আমরা কনফার্ম। তবে বুধবার আসতে পারে। দুয়েকদিন দেরিও হতে পারে। ভারতের হাইকমিশনের সঙ্গে আমার কথা হয়েছে। চিঠিতে এরকমই বলা আছে। হয়ত ২১ তারিখও হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধী ২০ লাখ ডোজ টিকা আগামী বুধবার দেশে আসার কথা রয়েছে।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন প্রথম লট চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
X
Fresh