• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডিসেম্বর থেকে করোনা টিকা দেয়া শুরু করবে তিন দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১০:০৩
corona vaccine, december, rtv online
ছবি- সংগৃহীত

আগামী মাস (ডিসেম্বর) থেকেই করোনার টিকা দেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি।

দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়ার দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাজ্য। ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।

যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে টিকা দেয়া শুরু হতে পারে। চলতি এ সপ্তাহেই টিকার অনুমোদন পাবার প্রবল সম্ভাবনা রয়েছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শুক্রবার বলেছে, আগামী ১০ ডিসেম্বর টিকার অনুমোদনসংক্রান্ত বৈঠকে বসবে। দেশটির টিকাদান কর্মসূচির প্রধান মনসেফ স্লাউয়ির বরাতে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ১১ ডিসেম্বর থেকেই টিকা পেতে পারেন।

অন্যদিকে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান জানিয়েছেন, ২০২০ সালের মধ্যেই ইউরোপে টিকার অনুমোদন হবে। আর সেটি তারাই করবেন।

জার্মান সরকারকে টিকা দেয়ার প্রস্তুতি হিসেবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh