• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২০, ১৬:৪৪
corona, death, man

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তে ২১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৭ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৪ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। গতকাল মঙ্গলবার সারা দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৭ জনের। আর ওই দিন করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৫৯ জনের।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

গত এক দিনে আরও ১ হাজার ৫১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন হয়েছে।


এফএ/এম

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
X
Fresh