logo
  • ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭

করোনা: বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮ লাখেরও বেশি 

  আরটিভি নিউজ

|  ১৩ আগস্ট ২০২০, ১০:৪৭ | আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১২:২০
Corona: The number of infected people worldwide is more than 26 million
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ বুধবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৪৭ হাজার ২৫৮ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ২ কোটি ৮ লাখ ৬ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৫৩ হাজার ৬৫৫ জন চিকিৎসাধীন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ০৬ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে উঠেছে।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৩ লাখ ৬০ হাজার ৩০২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ১৩১ জন। সুস্থ হয়েছেন ২৮ লাখ ১২ হাজার ৬০৩ জন।

ব্রাজিলে ১ লাখ ৪ হাজার ২৬৩ জনের প্রাণ গেছে করোনায়। দেশটিতে মোট আক্রান্ত ৩১ লাখ ৭০ হাজার ৪৭৪ জন। সুস্থ ২৩ লাখ ০৯ হাজার ৪৭৭ জন।

তিন নম্বরে থাকা ভারতে মোট ২৩ লাখ ৯৫ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ হাজার ১৩৮ জনের।

এছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৯৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১১৭ জন। এ নিয়ে এক লাখ ৫৩ হাজার ৮৯ জন করোনা থেকে সুস্থ হলো।

আরও পড়ুন:

এসএস

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • স্বাস্থ্য এর সর্বশেষ
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়