• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা: বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ২ কোটি ৫ লাখেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২০, ০৮:৪৩
Corona: More than 25 million people are affected by corona worldwide
ফাইল ছবি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি লাখ ৫ লাখেরও বেশি।

সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি পাঁচ লাখ ১৪ হাজার ৪০৪ জন। মারা গেছেন সাত লাখ ৪৫ হাজার ৬৯৩ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৩২ লাখ ৭৬ হাজার জন সুস্থ হয়ে উঠেছে।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৩ লাখ ৫ হাজার ৯৫৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৪৯ জন। সুস্থ হয়েছেন ২৭ লাখ ৫৫ হাজার ৩৪৮ জন।

ব্রাজিলে ১ লাখ ৩ হাজার ৯৯ জনের প্রাণ গেছে করোনায়। দেশটিতে মোট আক্রান্ত ৩১ লাখ ১২ হাজার ৩৯৩ জন। সুস্থ ২১ লাখ ৪৩ হাজার ১২৪ জন।

তিন নম্বরে থাকা ভারতে মোট ২৩ লাখ ২৮ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১৮৮ জনের।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৪৭১ জনের মৃত্যু হলো। এছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৯৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh