• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় মৃত ২৮ জনের ২৩ জনই নারী

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২০, ১৪:৫৬
ডা. নাসিমা সুলতানা
ডা. নাসিমা সুলতানা

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন আরও ৩৩ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৮ জন আর নারী ৫ জন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৭৪৯ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৭২২ জন। শনাক্ত বিবেচনায় ৭৯ দশমিক ২০ শতাংশ পুরুষ, ২০ দশমিক ৮০ শতাংশ নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৬৫৪ জন, চট্টগ্রামে ৮১৬, রাজশাহীতে ২২৬, খুলনায় ২৬৮, বরিশালে ১৩৪ জন, সিলেটে ১৫৮, রংপুরে ১৩৯ জন, ময়মনসিংহে ৭৬ জন মারা গেছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh