• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনা : একদিনে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২০, ১০:৫৪
Corona: One day the United States overtook India
ছবিঃ সংগ্রহীত

করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের ঘটনা ঘটেছে ভারতে। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে ৬৪ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪ হাজার ২০০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৬৫ হাজার ৭০ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব বলছে, এখন পর্যন্ত এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে, প্রায় সাড়ে ৫১ লাখ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্ত ৩০ লাখেরও বেশি মানুষ। আর ভারতে মোট আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে।

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৩৬৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৬১১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।