• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বুকের দুধ থেকে করোনা সংক্রমণের ঝুঁকি নগণ্য: ডব্লিউএইচও

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১৮:০০
who,corona,
ফাইল ছবি

বুকের দুধ থেকে শিশুদের কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি নগণ্য বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শিশুকে মায়ের বুকের দুধ দিয়ে যেতে পরামর্শ দেয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাকশন ইন হেলথ সিস্টেম ইউনিটের প্রধান ডা. লরেন্স গ্রুমার-স্ট্রেন’র বরাত দিয়ে ইউএন নিউজ জানায়, ‘ডব্লিউএইচও তার সুপারিশগুলোতে একেবারে স্পষ্ট করে বলেছে যে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া উচিত।

ডা. লরেন্স বলেন, ‘আমরা কখনও, বিশ্বের কোথাও বুকের দুধের মাধ্যমে কোনো (কোভিড-১৯) সংক্রমণের ঘটনা নথিভুক্ত করিনি।

এছাড়া মায়ের বুকের দুধ না খাওয়ায় বিশ্বজুড়ে বছরে আট লাখ ২০ হাজার শিশুর মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থারমতে, টানা ছয় মাস শিশুকে বুকের দুধ খাওয়ানোর ফলে শিশু এবং মায়েরা অনেক উপকৃত হয় যা নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।

মায়ের বুকের দুধ থেকে শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হয় যা শিশুদের বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে রক্ষা করে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৩ হাজার ছাড়িয়েছে

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেপাটাইটিসে প্রতিদিন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে : ডব্লিউএইচও     
কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে বৈশ্বিক কর্মসূচি ঘোষণা
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
চিকিৎসকদের প্রশিক্ষণে সহায়তা করতে আগ্রহী ডব্লিউএইচও
X
Fresh