logo
  • ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭

করোনা সম্পূর্ণ নিরাময়ে ভ্যাকসিন আবিষ্কার নাও হতে পারে: ডব্লিউএইচও

  আরটিভি নিউজ

|  ০৪ আগস্ট ২০২০, ১২:০৮ | আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৩:৩২
corona, world health,
ফাইল ছবি
করোনাভাইরাসকে সম্পূর্ণ নিরাময় করতে পারে এমন ভ্যাকসিন কখনও আবিষ্কার হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (৩ আগস্ট) জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

রয়টার্সের খবররে বলা হয়, গেব্রেয়াসুস বলেন, বিশ্ব করোনা মুক্ত হতে এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও সময় লাগতে পারে। এই সংকটময় পথ অনেক দীর্ঘ হতে পারে বিশ্ববাসীর জন্য। কারণ করোনাভাইরাসকে একেবারে নিশ্চিহ্ন করতে সক্ষম এমন ভ্যাকসিন আমরা নাও পেতে পারি।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, এই পরিস্থিতিতে দেশগুলোকে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা, হাত ধোয়া ও আক্রান্ত ব্যক্তি শনাক্তে নিয়মিত পরীক্ষা করা অব্যাহত রাখতে হবে।

ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, জনগণ ও সরকারকে দওয়া বার্তাটি পরিষ্কার। নিজেকে নিরাপদ রাখতে এ সবই মেনে চলতে হবে। এ সংকটকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে সংহতির প্রতীক হয়ে উঠতে পারে ফেস মাস্ক।

এমকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • স্বাস্থ্য এর সর্বশেষ
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়