• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ বিশ্ব বাঘ দিবস

সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৯

অনলাইন ডেস্ক
  ২৯ জুলাই ২০১৬, ১৬:১২

২০১০ সাল থেকে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ২০০৪ সালে বাংলাদেশ বন বিভাগ এনএনডিপির সহায়তায় প্রথম বারের মতো বাঘের পায়ের ছাপ গুণে বাঘের সুন্দরবনে সংখ্যা নির্ধারণ করেছিল ৪৪০ টি। গত ১১ বছরে বাঘের সংখ্যা কমে এখন তা অর্ধেকে নেমে এসেছে। সর্বশেষ ২০১৫ সালের ২৬ জুলাইয়ের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র ১০৯টি।

রাশিয়ার সেন্টপিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত প্রথম বিশ্ব বাঘ সম্মেলনে ২০২২ সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুন করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমেই চলেছে। এই অবস্থার মধ্যে আজ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোসহ সরকারি ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সভা, সমাবেশ, র‌্যালিসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে।

বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার আছে এমন ১৩ টি দেশে বিশ্ব বাঘ দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশে বাঘের প্রকৃত আবাস বলতে বোঝায় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সাইদুল ইসলাম জানান, গত ১২ বছরে চোরা শিকারীসহ বিভিন্ন কারণে সুন্দরবনে ১৭টি বাঘ মারা গেছে। পরিবেশবিদদের হিসাব মতে এর সংখ্যা ৩০টি। ২০০১ সাল থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত ৩০ টি বাঘের মৃত্যু হয়েছে যার মধ্যে ১৬টি পূর্ব সুন্দরবনে আর ১৪টি পশ্চিম বিভাগে মারা যায়। তবে আশার কথা হচ্ছে গত এক মাস ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় একাধিক বাচ্চাসহ বাঘিনীদের ঘুরতে দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বাঘ কমার পেছেনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। এর প্রভাবে একদিকে বন ধ্বংস হচ্ছে, অন্যদিকে ধ্বংস হওয়া এলাকায় নতুন বসতি গড়ে উঠছে।

আন্তর্জাতিক বাজারে রয়েল বেঙ্গল টাইগারের চামড়ার চড়া মূল্য থাকায় চোরাকারবারীদের টার্গেটে পরিণত হয়েছে সুন্দরবনের বাঘ।

স্থানীয় সূত্র জানায়, সুন্দরবনের চারটি রেঞ্জ সংলগ্ন গ্রামগুলোয় একাধিক সংঘবদ্ধ বাঘ শিকারী দল রয়েছে। এদের অবস্থান বরগুনা জেলার পাথরঘাটার চরদুয়ানী, সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা, রামপাল, মংলা, মোরেলগঞ্জ, পশ্চিম বিভাগের সাতক্ষীরা জেলার আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ, খুলনা জেলার পাইকগাছা, দাকোপ ও কয়রা উপজেলায়।

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh