• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে...

ফিচার ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ নভেম্বর ২০১৬, ১৪:০৬

বিশ্বজুড়ে সোমবার যারা পূর্ণিমা দেখেছেন, তারা সাক্ষী হলেন এক অনন্য ঘটনার। পৃথিবীর অনেক কাছে চলে এসেছিল চাঁদ, দেখা দিয়েছিল ‘সুপার মুন’ রূপে। আর অপরূপ এ পূর্ণিমায় চাঁদের রূপে মুগ্ধ হয়েছেন সবাই।

বিশ্বের নানা প্রান্ত থেকে ছবি শিকারিরা লেন্সবন্দি করেছেন দুর্লভ ‘সুপার মুন’। দেখুন তারই এক ঝলক।

অস্ট্রেলিয়ার মনুমেন্ট হিল ফ্রিম্যান্টেল ওয়ার মেমোরিয়ালের পাশে সবাই মুগ্ধ হয়ে দেখছেন এতো কাছে আসা চাঁদ ‘সুপার মুন’। ছবি তুলেছেন পল ক্যান

গ্রিসের এথেন্সে প্রাচীন আর্কোপলিস হিলে গ্রিক স্থাপত্যকলার সিংহদ্বার দিয়ে দেখা যাচ্ছে ‘সুপার মুন’। ছবি তুলেছেন ইয়ান্নিস কোলেসিদিস

ইতালির রাজধানী রোমের আকাশে ‘সুপার মুন’। ছবি তুলেছেন অ্যালেসস্যান্দ্রো ডি মিও

জার্মানির ফ্রাংকফুর্টে ঝলমলে ব্যাংকিং ডিস্ট্রিক্টের আকাশে আলোকিত চাঁদ। ছবি তুলেছেন ফ্রাংক রামপেনহোর্স্ট

তুরস্কের ইস্তানবুলে গালাটা টাওয়ারের ওপর ‘সুপার মুন’। ছবি তুলেছেন ইয়াগিজ কারাহান

আমেরিকার সেন্ট লুইস আর্কের মাথায় হীরের মতো ‘সুপার মুন’। ছবি তুলেছেন ডেভিড কারসন

লন্ডনের ডর্কল্যান্ডসে চাঁদের গায়ে ক্যাবল কার। ছবি তুলেছেন গ্লেন কার্ক

স্পেনের করডোবার নীল আকাশে ক্যাসেল অব আলমোডোভার পেছনে বিশাল ‘সুপার মুন’। ছবি তুলেছেন মিগুয়েল মোরেনাত্তি

আমেরিকা ডালাসের ডাউনটাউনে একই মাপে পাশাপাশি রিইউনিয়ন টাওয়ার আর ‘সুপার মুন’। ছবি তুলেছেন টম ফক্স

হংকংয়ে ফেরিস হুইলের পাশেই আকাশে ধবধবে পূর্ণিমা চাঁদ। ছবি তুলেছেন অ্যান্থনি ওয়ালেস

আমেরিকার ওহিওতে টাওয়ার অব কলম্বাসের ছায়া পড়েছে পূর্ণিমা চাঁদের গায়ে। ছবি তুলেছেন অ্যাডাম কেয়ার্নস

কাজাখস্তানে বাইকোনুর কসমোড্রোম লঞ্চপ্যাডে সয়ুজ রকেটের মাথায় দুর্লভ ‘সুপার মুন’। ছবি তুলেছেন ক্রিল কুদরিয়াভাতসেভ

মিয়ানমার শান স্টেটের হিহো এলাকায় অনন্য ‘সুপার মুন’। ছবি তুলেছেন ইয়ে অং থু

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার আকাশে মেঘে ঢাকা চাঁদ। ছবি তুলেছেন টেড অ্যালজিব

আমেরিকার শিকাগোতে কংগ্রেস হোটেলর ওপর পতাকায় ঢাকা ‘সুপার মুন’। ছবি তুলেছেন জোস এম. ওসারিও

কানাডার টরেন্টোর আকাশে চাঁদ পাশেই সিএন টাওয়ার। ছবি তুলেছেন ফ্রাংক গুন

নেপালের কাঠমুন্ডুতে একটি বুদ্ধস্তূপের পাশে ‘সুপার মুন’। ছবি তুলেছেন নরেন্দ্র শ্রেষ্ঠ

এম

সবচেয়ে বড় চাঁদ আজ, দেখতে ভুলবেন না!

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh