• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অদ্ভূত যত বাড়ি-ঘর

মাজহার খন্দকার

  ১৫ নভেম্বর ২০১৬, ১০:২৭

ইট পাথরে ঘেরা চৌকোনা বাড়ি নয়। আকর্ষণ ও সৌন্দর্য তৈরি করতে আঁকাবাঁকা করে বা দুমড়েমুচড়ে যাওয়াকে নক্সায় পরিণত করেছেন অনেকে। বিশ্বের উন্নত দেশগুলোতে এরকম বেশ কিছু বাড়ি দেখা যায় যা দেখলে মনে হবে এই বুঝি ভেঙে পড়লো বাড়িটি। আবার কখনো মনে হবে এটি বাড়ি নাকি জীবজন্তুর ভাষ্কর্য।
আকর্ষণ তৈরি করতে ফুল-পাতা-গাছ-মাছ এমনকি শুঁড়ওয়ালা দীর্ঘকায় হাতির সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায় এমন ঘরবাড়িও আছে।
অদ্ভূত এসব ঘরবাড়ির স্থাপত্যকলা দেখলে দ্বন্দে পড়তে হয়। সেখানে যে জলজ্যান্ত মানুষ বাস করতে পারে তাও বিশ্বাস করতে কষ্ট হয়। নিয়মিত নকশা ফাঁকি দেয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু বাড়ির ছবি ।

ঘোড়া আকৃতির এই গেস্ট হাউজটি তৈরি হয়েছে বেলজিয়ামে

৬৫ ফুট উঁচু আমেরিকার নিউজার্সিতে এই বাড়িটি তৈরি হয়েছে ১৮৮১ সালে

দ্য কার্ভড হাউস, ইন্ডিয়ানাপোলিস, যুক্তরাষ্ট্র

দ্য ল্যু র্যু ভো সেন্টার ফর ব্রেইন হেলথ, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র

বিল্ডিং টিরায়ু, নিউজিল্যান্ড

জামার্নির কার্লসুরে বিড়াল আকৃতির ভবন

ডগ বার্গ পার্ক ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র

দ্যা ডগ বিল্ডিং টিরায়ু, নিউজিল্যান্ড

দ্যা কোষ্ট ইন টাম্পা, ফ্লোরিডা

ডব্লিউ ডব্লিউ মার্টিন মেরি ওয়েটল্যান্ড সেন্টার

ফিশিং হল, যুক্তরাষ্ট্র

ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড হায়দারাবাদ, ভারত

দ্য ভিত্র ডিজাইন মিউজিয়াম, ওয়েইল আম রাইন, জার্মানি

দ্য চিয়াট/ডে অ্যাডভারটাইজিং এজেন্সি হেডকোয়ার্টার্স, ক্যালিফোর্নিয়া

দ্য অলিম্পিক ফিশ প্যাভিলিয়ন, বার্সেলোনা, স্পেন

দ্য বায়োমিউজিও, পানামা

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh