• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের ১০ শহরের বিখ্যাত স্ট্রিট ফুড

ফারজানা সুলতানা

  ১৫ অক্টোবর ২০১৬, ০৯:২৭

রাস্তার পাশের ছোট দোকান। ঠেলাগাড়ি বা ভ্রাম্যমাণ খাবারের দোকান। বিশ্বের অনেক উন্নত দেশের ‍ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পাওয়া যাবে এসব স্টলে। অনেক ব্যয়বহুল রেস্তোরাঁতেও হয়ত যার স্বাদ পাওয়া যাবে না। সাধারণের সাধ্যের মধ্যেই পাওয়া যায় এ খাবারগুলো। সেরকম ১০ টি উন্নত শহরের বিখ্যাত ‘স্ট্রিট ফুড’ এর খবর জানাচ্ছি।

টোকিও, জাপান

বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর একটি হল জাপানের টোকিও। এ শহর বিখ্যাত তার ব্যয়বহুল রেস্তোরাঁগুলোর জন্য। তবে এখানে জনপ্রিয় স্ট্রিট ফুড। টোকিওর রাস্তাতেও দোকানিরা খাবারের পসরা সাজিয়ে বসেন। ভিড় থাকে ভোজনরসিকদের। তাদের পছন্দের তালিকায় থাকে গ্রীল মাংস, ভাজা মাছ বা সবজি।

মারাকেশ, মরক্কো

মরক্কোর রাস্তাগুলোতে হাঁটলে খাবারের সুগন্ধি মাতিয়ে রাখে পথচারিদের। এর মধ্যে শীর্ষে মারাকেশ। একে এককথায় ‘স্ট্রিট ফুড’ এর শহরও বলা হয়। জামিয়া-আল-ফনা স্কয়ারে প্রতিদিন সন্ধ্যায় বসে স্ট্রিট ফুডের বাজার। যেখানে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো।

সিডনি, অস্ট্রেলিয়া

বিশ্বের অন্যতম উন্নত শহর সিডনি। এখানকার মানুষের সেরা পছন্দ স্ট্রিট ফুড। তবে সিডনিতে স্ট্রিট ফুড স্টলগুলোর অধিকাংশ তাজা সী ফুডের জন্য বিখ্যাত। ফিশ ফ্রাই সিডনির বাসিন্দাদের প্রথম পছন্দ। কাকড়া ভাজা বা অক্টোপাসের বারবিকিউ এখানকার অন্যতম আকর্ষণ।

বেইজিং, চীন

চীনের ব্যস্ততম শহর বেইজিং। এখানকার মানুষের পছন্দের খাবারের তালিকায় আছে নুডুলস, স্পাইসি সিচুয়ান ডিশ অথবা বাহারি ধরনের স্ন্যাকস। এসবই পাওয়া যাবে বেইজিংয়ের স্ট্রিট ফুড স্টলগুলোতে। আর এজন্য ক্রেতাকে খুব অল্পই অর্থ ব্যয় করতে হবে।

মিয়ামি, মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি কিউবান খাদ্যের জন্য বিখ্যাত। এখানকার স্ট্রিট ফুডের দোকানগুলোতে কিউবান খাবারের প্রাধান্যই বেশি। সবচেয়ে জনপ্রিয় কিউবান স্যান্ডউইচ। এছাড়াও পাওয়া যায় ঝলসানো শূকরের মাংস, সুইস পনির, আচার, পানিনি ইত্যাদি।

মুম্বাই, ভারত

মুম্বাই স্ট্রিট ফুড স্টলগুলো সেভাবে সাজানো নেই। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেই। তবে খাবারের ক্ষেত্রে বৈচিত্র্ আছে যথেষ্ট। তাই ভোজনরসিকরা প্রায় সবসময়ই ভিড় জমিয়ে থাকেন এসব স্টলে। কাবাব, বিরিয়ানী, আমের লাচ্ছি, মালপোয়া পিঠা অথবা পাও ভাজি সবকিছুই পাওয়া যায় মুম্বাইয়ের ফুড স্টলগুলোতে।

কায়রো, মিসর

মিসরের কিছু স্ট্রিট ফুড আন্তর্জাতিকভাবে বিখ্যাত। তবে এর মধ্যে মাংসের বিভিন্ন আইটেমই প্রধান। শর্মা, কোফতা, কুনাফা নামের খাবারগুলো খুবই জনপ্রিয় কায়রোতে। এছাড়া ভাত, পাস্তা, ডাল, ভাজা পাখির মাংসও পাওয়া যায় কায়রোর খাবারের দোকানগুলোতে।

বালি, ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার বালি সংস্কৃতির দিক থেকে উন্নত এবং ঐতিহ্যবাহী। খাবারের দিক থেকেও পিছিয়ে নেই। বালি’র স্ট্রিট ফুডের স্টলগুলো সবসময়ই ভিড় লেগে থাকে। তাদের খাবার তালিকায় প্রাধান্য থাকে গ্রীল মাংস, কাবাবের।

ব্যাংকক, থাইল্যান্ড

ব্যাংককের রাস্তার খাবারের দোকান আর তাদের সুস্বাদু আয়োজন যে কাউকে আকর্ষণ করতে পারদর্শী। নুডুলস, কচি শূকরের মাংস বা ঝাল মসলা মেশানো নরম কোন খাবার ব্যাংককবাসীর খুব প্রিয়।

হো চি মিন সিটি, ভিয়েতনাম

ভিয়েতনামের হো চি মিন সিটিতে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে বান মি স্যান্ডউইচ। এখানকার স্ট্রিট ফুডগুলোর মধ্যে এটাই সবচেয়ে জনপ্রিয়।

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh