• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ ও বব ডিলান

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ অক্টোবর ২০১৬, ১৯:৪৩

মার্কিন সঙ্গীতের ঐতিহ্যে কাব্যিক মূর্ছনা তৈরি করে এ বছর সাহিত্যে নোবেলজয়ী ফোক গানের কিংবদন্তি বব ডিলান ও বাংলাদেশ যেন এক সুতোয় গাঁথা। ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতায় নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এ পারফর্ম করেছিলেন বব ডিলানও। এতে তার সঙ্গী ছিলেন বিখ্যাত দ্য বিটল্স ব্যান্ডের জর্জ হ্যারিসন ও ভারতীয় সেতার বাদক পণ্ডিত রবি শংকর।

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ। ওইদিন বব ডিলান গেয়েছিলেন ‘এ হার্ড রেইন’, ‘ব্লোইন ইন দ্য উইন্ড’, ‘জাস্ট লাইক এ ওমেন’সহ দুনিয়া মাতানো আরো কয়েকটি গান।

কনসার্টের অভাবনীয় সাফল্যে পর রবি শংকর বলেছিলেন, একদিনের মধ্যেই গোটা বিশ্ব বাংলাদেশের নাম জেনেছিল। এটা ছিল এক অসাধারণ আয়োজন।

২০০৫ সালে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’র ডিভিডি প্রকাশ উপলক্ষে প্রকাশনায় ইউএসএ ফান্ড ফর ইউনিসেফের সভাপতি চার্লস জে. লিওনস জানান, কনসার্টের টিকিট থেকে প্রায় আড়াই লাখ ডলার সংগ্রহ হয়েছিল।