• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের সবচেয়ে দামি হীরা

ফারজানা সুলতানা

  ০৩ অক্টোবর ২০১৬, ১২:৫১

হীরা পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু। যা সবসময়ই থাকে সাধারণের ধরাছোঁয়ার বাইরে। তবে হীরার দাম নিয়ে সবার মধ্যে কৌতুহল থাকেই। জেনে আসা যাক বিশ্বের সবচেয়ে দামী ও চোখ ধাঁধানো কিছু হীরার খবর।

এটি বিশ্বের সবচেয়ে বড় নীল হীরক। মালিকের নাম অনুসারে বলা হত ‘ওপেনহেইমার ডায়মন্ড’ । জেনেভায় নিলামে বিক্রি হওয়া এ হীরার দাম ৫৭.৫ মিলিয়ন ইউএস ডলার। নিলামে হীরার এটাই সর্বোচ্চ দামের রেকর্ড।

১৫.৩৮ ক্যারেটের বিরল এ গোলাপি হীরাটি জেনেভার সোথবিতে ৩১.৬ মিলিয়ন ইউএস ডলারে বিক্রি হয়েছে। এ পর্যন্ত বিক্রি হওয়া গোলাপি হীরার মধ্যে এটি সবচেয়ে দামি।

নান্দনিক হীরাটির নাম ‘অরোরা গ্রীন’। ২০১৩ সালে হংকং এ নিলামে ওঠা এ হীরাটির দাম ১,৬৮,১৮,৯৮৩ ইউএস ডলার।

‘কিউবিক জিরকোনিয়া’ নামের এ হীরা কোহিনুর হীরার আদলে আধুনিক পদ্ধতিতে তৈরি করা। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীনতম হীরক খন্ড থেকে তৈরি ।

‘হোয়াইট ডায়মন্ড’ এর মধ্যে সবচেয়ে দামী এ হীরাটি। ১১৮.২৮ ওভালের এ হীরাটি ৩০.৬ মিলিয়ন ইউএস ডলারে নিলামে বিক্রি হয়েছে ২০১৩ সালে।

৪০০ বছরের পুরনো এ হীরক খন্ড ‘আর্কডিউক জোশেপ ডায়মন্ড’ নামে পরিচিত। ৭৬.০২ ক্যারেটের হীরাটি ২১.৫ মিলিয়ন ইউএস ডলারে বিক্রি হয়েছে ২০১২ সালে।

পৃথিবীর সবচেয়ে দামী অসমৃণ হীরার খন্ড এটি। হংকং এর চৌ তাই ফুক ৩৫ মিলিয়ন ইউএস ডলার দিয়ে কেনেন এ হীরক খন্ডটি। অমসৃণ এ হীরক খন্ড থেকেই তিনি তৈরি করেন ২০০ মিলিয়ন ইউএস ডলার দামের গহনা।

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh