• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আকাশে সবুজের বাগান

ফারজানা সুলতানা

  ০১ অক্টোবর ২০১৬, ১২:৩৪

শহুরে জীবন ইট, কাঠ, পাথরে ঘেরা। কোলাহলপূর্ণ। যান্ত্রিক বসবাস। প্রচলিত এ ধারণার ব্যতিক্রম ইতালির মিলানের ‘বসকো ভার্টিকাল’ বা ‘ভার্টিকাল ফরেস্ট’। আকাশচুম্বী উঁচু ১১৬ ও ৭৬ মিটারের টুইন টাওয়ার ‘বসকো ভার্টিকাল’র বারান্দায় ৮শ গাছ ও ১৪ হাজার উদ্ভিদের বসবাস। যেন আকাশে সবুজের বাগান।

ইতালির মিলানে ‘বসকো ভার্টিকাল'

স্টেফানো বোয়েরির নকশায় ‘বসকো ভার্টিকাল’র বারান্দায় একশ প্রজাতির উদ্ভিদকুলেরই কেবল অবস্থান নয়, বসবাস করছে প্রায় বিশ প্রজাতির পাখিও। আকাশে সবুজের বাগান দেখে নগরবাসীর মনে স্বস্তিও আসে।

ইউরোপের বিভিন্ন দেশে সবুজায়নের এ পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চীন, সুইজারল্যান্ড, সুইডেনসহ ইউরোপের অনেক দেশে ছাদ বা বারান্দায় বাগান করার এ পদ্ধতির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

‘বসকো ভার্টিকাল’ এর ডিজাইনার স্টেফানো বোয়েরি কাজ করেছেন আরও কয়েকটি সবুজ শহর তৈরির। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘শহরের পরিবেশে জীববৈচিত্র্য বজায় রাখা একটি প্রধান চ্যালেঞ্জ’।

একশটি দারুবৃক্ষসহ ১২০ মিটার উচ্চতার ‘টাওয়ার অব সিডার’

স্টেফানো বোয়েরি’র ডিজাইন করা একটি সবুজ নগর স্থাপত্য

সুইজারল্যান্ডের লুজানে ২০১৭ সালে তৈরি হবে নান্দনিক ডিজাইনের এ ভবনটি

লন্ডনের কেনসিংটন রুফ গার্ডেন

প্রায় ১.৫ একর নিয়ে তৈরি করা লন্ডনের এ রুফ গার্ডেন ১৯৩০ সালে চালু করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে লন্ডনের প্রায় ১.৩ মিলিয়ন বর্গফুট এলাকায় সবুজ ছাদ তৈরি করা হয়েছে।

স্টেফানো বোয়েরি চীনের সিজিয়াজং এ তৈরি করতে যাচ্ছেন স্থায়ী সবুজ শহর

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh