• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পোষা সাপে বিনোদন!

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১৭:৩৮
snake spa
সাপের স্পা

অনেকেরই সাপে ভয় আছে। আবার এমন অনেকে আছেন, যারা সাপ দিয়ে বিনোদন দিতে ও পেতে নানাকাণ্ড করে থাকেন। সাপের সঙ্গে দক্ষতা প্রদর্শন করেন কেউ কেউ।

চীনের বিংসহে নামের একজন কিশোর বয়সে তার পরিবারের পোষা অজগরটা ছাড়া ঘুমাতে পারতেন না। সাপটিও বন্ধু হয়ে তাকে ঘুম পাড়াতো।

বিশ্বের বেশকিছু দেশে সাপের স্পা ও বর্ণীল স্পা আছে। সমুদ্রতীরবর্তী দেশগুলোতে মাছের স্পা বেশ জনপ্রিয়। আর দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় বেশ জনপ্রিয় সাপের স্পা। সাপ দিয়ে স্পা হাউসগুলোতে চলে শরীর মাসাজ। ইন্দোনেশিয়ার স্পা হাউসগুলোতে দেখা যায় বিভিন্ন জাতের সাপ দিয়ে স্পা করা হচ্ছে। বাহারি রংয়ের সাপগুলো এঁকেবেঁকে পিঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আর আরাম দিচ্ছে গ্রাহকদের।

এছাড়া বিশ্বের অনেক দেশে সেনাসদস্যদের সাপের ট্রেনিং করতে হয়। যেন বনে-জঙ্গলে যে-কোনো পরিবেশ মোকাবেলা করতে পারেন তারা।

অন্যদিকে সাপ কামড়ে সাহসের পরীক্ষা করতে দেখা যায় ইরানে। পুরুষ সৈনিকদের সাথে যুদ্ধে যেতে চাইলে ইরাকের কুর্দি নারীদের প্রমাণ করতে হয় সাহসিকতার।

আরও পড়ুনঃ

বন্ধ ক্যাম্পাসে পশু-পাখির সেবা করছেন তারা

খাবার খেতে প্রতিদিন ১৩ হাজার ফুট উঁচু পাহাড়ে ওঠে যে ছাগল!

সূত্র- ডিডব্লিউ

জিএ

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh