Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১, ১৯ শ্রাবণ ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত ইবির এক প্রকৌশলী

করোনাভাইরাসে আক্রান্ত ইবির এক প্রকৌশলী

মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। আব্দুল মালেক নামের ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের উপ-প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

প্রধান প্রকৌশলী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বর ও শরীর ব্যথায় ভুগছিলেন তিনি। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসা নেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গত ১১ জুন বগুড়ার ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘে (টিএমএসএস) নমুনা পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ আসে তার। বর্তমানে তিনি বগুড়ার নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এখন তার শারীরিক অবস্থা কিছুটা ভালো বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল বলেন, সাত দিন ধরে জ্বর থাকাতে করোনা টেস্ট করা হলে গত শুক্রবার পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িত আইসোলেশনে আছেন, বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। কিভাবে আক্রান্ত হয়েছেন এ ব্যাপারে তিনি (মালেক) কিছুই জানেন না।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS