• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করায় ইবি ছাত্রী বহিষ্কার

ইবি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১২:০২
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করায় ইবি ছাত্রী বহিষ্কার
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করায় ইবি ছাত্রী বহিষ্কার, ছবি: আরটিভি অনলাইন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারকে নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই সাথে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তানজিদা সুলতানা ছন্দা ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেছে তাতে বঙ্গবন্ধুর ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে বিশ্ববিদ্যালয় খোলার ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এদিকে সার্বিক বিষয় তদন্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তাকে সাময়িক বহিষ্কার করেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
X
Fresh