• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাবি আইইআর পরিচালকের পদত্যাগ

রাজশাহী বিদ্যালয় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মার্চ ২০২০, ১৬:১৭
রাজশাহী রাবি পরিচালক
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক আবুল হাসান চৌধুরী।

আইইআরে তার স্থলাভিষিক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কবীর।

গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় রেজিস্টার অধ্যাপক এম এ বারী বিষয়টি নিশ্চিত করেন।

ইন্সটিটিউট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ আগস্ট ইনস্টিটিউটের নবম পরিচালক হিসেবে তিন বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন ফোকলোর বিভাগের অধ্যাপক আবুল হাসান চৌধুরী। তবে মেয়াদ শেষ হবার আগেই তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

এই বিষয়ে আবুল হাসান চৌধুরী বলেন, আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালকের পদ থেকে অব্যাহতি নিয়েছি।

স্থলাভিষিক্ত অধ্যাপক গোলাম কবির বলেন, আমি রোববার নিয়োগপত্র হাতে পেয়েছি। সোমবার ইনস্টিটিউটে যোগদান করব।

জেবি

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
মায়ের বান্ধবীকে বিয়ে, অন্তরঙ্গ ছবি প্রকাশ করে যা লিখলেন বিরসা
X
Fresh