• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ১৫ মার্চ ২০২০, ১৮:৪০
করোনাভাইরাস: বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি রাবি শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার দাবিতে মানববন্ধন করেন। ছবি: আরটিভি অনলাইন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবিতে তারা আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

এ সময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, করোনাভাইরাস বিষয়টি নিয়ে আমরা শঙ্কিত। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে মহামারী আকার ধারণ করেছে। তাই পূর্ব সর্তকতা হিসেবে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা জরুরি।

অন্যদিকে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলো ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এসব জায়গায় বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকরা রয়েছেন। যারা বিভিন্ন সময় বাইরে পিএইচডি করতে যাচ্ছেন। তাই বাইরে থেকে করোনাভাইরাস বাংলাদেশে আসার সুযোগ বেশি। তাই এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দ্রুত বিশ্ববিদ্যালয় বন্ধ রাজা প্রয়োজন।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা বলছেন, সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে না।

এজে

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh