• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

হাইকমিশনে হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৪
ছবি : আরটিভি

ভারতে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মনির হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আদনান মোহন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব ও উসামা।

এ সময় মনির হোসেন বলেন, ভারতে বাংলাদেশ হাইকমিশনে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে সেটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল। বাংলাদেশ বীরের জাতি। গত ৫ আগস্ট স্বৈরাচারমুক্ত দেশ গড়তে যেভাবে সকলে একই ছাতার নিচে জড় হয়েছিল, একইভাবে নতুন কোনো সংকটে আমরা একসাথে মোকাবিলা করবো।

ভারতের উদ্দেশ্য তিনি বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে। তবে দেশটি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেনি। অতীতে বাংলাদেশের সংকট শিক্ষার্থীরা যেভাবে রুখে দিয়েছে, সেভাবে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দিতেও সজাগ থাকবো।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল ৬ দিন
সড়ক ঘেঁষে কাঁটাতারের বেড়া, ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন
কালিয়াকৈরে শিক্ষিকার পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের মানববন্ধন
বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, স্থানীয়দের মানববন্ধন