• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

আইনজীবী হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩০
ছবি : আরটিভি

ইসকন কর্তৃক চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় ইসকনকে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। একইসঙ্গে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন শাবিপ্রবি শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশির, আজাদ শিকদার, দিলওয়ার হোসাইন, পলাশ বখতিয়ার, জুবায়ের রায়হান ও জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তব্যে দেলওয়ার হোসেন শিশির বলেন, স্বৈরাচার হাসিনাকে হঠায়ে ৫ আগস্ট স্বাধীনতা পরবর্তী সময়ে যেই মসজিদের মিনার থেকে আমরা বলেছিলাম বাংলাদেশী প্রত্যেকটি সংখ্যালঘু ভাইবোনের ঘরবাড়ি ও উপাসনালয় রক্ষা করতে হবে, আপনারা (ইসকনকে উদ্দেশ্য করে) সেই মসজিদে হামলা করেছেন।

হিন্দু ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন, মসজিদে হামলাকারী ইসকনকে আপনারা সমর্থন করেন কি, করেন না, সেটা স্পষ্ট করার সময় এসেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা বাংলাদেশী সব মুসলিম সম্প্রীতির পক্ষে। কিন্তু যদি ভারতের প্রেসক্রিপশনে, দিল্লির প্রেসক্রিপশনে এ দেশের মা, মাটি ও মানুষের সম্প্রীতি নষ্ট করা হয়, তাহলে এদেশের সকল জনগোষ্ঠীর সকল মত-পথের মানুষ এর জবাব দিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, ইসকন বাংলাদেশে গুপ্তহত্যাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সর্বশেষ আজকে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আমাদের ভাই সাইফুলকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, ইনটেলিজেন্স ফোর্সকে কাজে লাগিয়ে আজকে রাতের মধ্যে প্রত্যেকটি খুনিকে গ্রেপ্তার করতে হবে। দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে এদের ফাঁসি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশে ইসকনকে আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান বক্তারা। যদি নিষিদ্ধ না করা হয় তাহলে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসকন নিষিদ্ধ ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৫০০
হাইকমিশনে হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন