• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

নোবিপ্রবিতে কোডিং পদ্ধতির পরীক্ষা কার্যক্রম চালু

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২৪, ২৩:০১
ছবি : আরটিভি

পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে শিক্ষার্থীদের শ্রেণির রোলের পরিবর্তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরীক্ষা কার্যক্রমে কোডিং পদ্ধতির ব্যবহার চালু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের ১ম সেমিস্টার পরীক্ষায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে।

কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের পরীক্ষা কেন্দ্রে কোডিং পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সফিকুল ইসলামসহ শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইসিই ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পরীক্ষামূলকভাবে কোডিং পদ্ধতিতে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। ক্রমান্বয়ে অন্যান্য বিভাগের পরীক্ষা কার্যক্রমেও এ পদ্ধতি অনুসরণ করা হবে। পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে শিক্ষার্থীদের শ্রেণির রোলের পরিবর্তে কোডের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় নোবিপ্রবি কর্তৃপক্ষ।


আরটিভি/এএএ


মন্তব্য করুন

Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুদের ‘গাঁজা ট্রিট’ দিতে এসে নোবিপ্রবিতে ৪ যুবক আটক
অধ্যাপক ছাড়াই চলছে নোবিপ্রবির ১৫ বিভাগ ও ২ ইন্সটিটিউট 
ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর পাশে নোবিপ্রবি প্রশাসন 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ