• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুবিতে পরিবহন ফি মওকুফ ও স্নাতকোত্তরের ফি কমানোর সিদ্ধান্ত

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫
কুবিতে পরিবহন ফি মওকুফ ও স্নাতকোত্তরের ফি কমানোর সিদ্ধান্ত
ফাইল ছবি

করোনাকালীন সময়ের জন্য পরিবহন ফি মওকুফ ও স্নাতকোত্তরের ফি কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সোমবার (১৩ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেয়া হয়।

ফি মওকুফের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবহন ফি ১ হাজার টাকা মওকুফ করা হয়েছে। আর মাস্টার্সের ভর্তি ফি কমানো হয়েছে।

তবে মাস্টার্সের ভর্তি ফি কতটুকু কমানো হবে সে বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। যারা পরিবহন ফি জমা দিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে কেমন সিদ্ধান্ত নেয়া হবে জানতে চাইলে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, যারা জমা দিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে এই টাকা পরবর্তীতে সমন্বয় করা হবে। আমরা মিটিং করে সিদ্ধান্ত ফাইনাল করবো তাদের ক্ষেত্রে।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে ক্লাস, অফিস ও বাসের সময়সূচি পরিবর্তন করল কুবি
ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন 
নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কুবি শিক্ষক সমিতির জিডি
X
Fresh