• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছাত্র অধিকার পরিষদ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ২৩:১৩
ছাত্র অধিকার পরিষদ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে পুলিশ পরিচয়ে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, ক্যাম্পাস থেকে সন্ধ্যা সাতটার দিকে শাহবাগ থানার পুলিশ সদস্যরা আখতারকে তুলে নিয়ে যান।

আখতারের বিরুদ্ধে শাহবাগ এবং মতিঝিল থানায় দুটি মামলাও রয়েছে বলে জানান আদিব। যার একটিতে (শাহবাগ থানা) তাকে ১ নম্বর আসামি করা হয়েছে।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেন, ক্যাম্পাসে আজকে পরিষদের ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণ শেষে আইন বিভাগের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে তুলে নিয়ে যাওয়া বা আটকের বিষয়টি স্বীকার করেননি শাহবাগ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, এটা আমার জানা নেই। শাহবাগ থানার কোনও টিম তাকে আটক করেনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
X
Fresh