• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সেই ছাত্রলীগ নেত্রী নিরাপত্তা চাইলো ঢাবি প্রক্টরের কাছে

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ১৭:৫৬
The BCL leader sought security from the DU proctor
হাসপাতালে চিকিৎসাধীন রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বী

নিজ সংগঠন ছাত্রলীগ নেত্রীদের হাতে মারধরের শিকার রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বী নিরাপত্তা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের কাছে আবেদন করেছেন। আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর কাছে এ আবেদন জানান তিন।

ভুক্তভোগী তন্বী বলেন, চিঠিতে আমি গত ২১ ডিসেম্বরের ঘটনাটি তুলে ধরেছি। আমাকে মারধর করা কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা ছাড়াও মারধরে সহযোগী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহজালালের নাম উল্লেখ করে জীবনের নিরাপত্তা চেয়েছি। প্রক্টর সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার আগে প্রক্টরকে ঘটনাটি লিখিতভাবে অবহিত করার অংশ হিসেবেই এ চিঠি দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, আমি ওই ছাত্রীর আবেদন হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করবো।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, নিরাপত্তা জোরদার
রাজধানীর শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
X
Fresh