• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাবির সকল বর্ষের ভর্তি প্রক্রিয়া এখন অনলাইনে

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২০, ১৬:০৭
The admission process for all the years of RU is now online
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বৈঠক শেষে এ তথ্য জানান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল বর্ষের অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের ‘অনলাইন এডমিশন সিস্টেম’ পরিষেবার মাধ্যমে প্রক্রিয়াটি চালু করা হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা তথ্যটি নিশ্চিত করেন।

উপ-উপাচার্য বলেন, এর আগে কেবল প্রথমবর্ষের শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারত। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা এই সেবাটি পেত না। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সকল বর্ষের অনলাইনে ভর্তি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রক্রিয়াটি চলমান রয়েছে। প্রক্রিয়াটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

আরও পড়ুনঃ

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: ছাত্র অধিকার পরিষদের ২ নেতা রিমান্ডে

প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট ও ডিশ লাইন বন্ধের হুঁশিয়ারি

বিশ্ববিদ্যালয়ের আইসিটি কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম প্রক্রিয়াটি সম্পর্কে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব আইডি আছে। সেখানে লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসে খুব সহজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। যার ফলে শিক্ষার্থীকে আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হবে না।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস 
বে গ্রুপে একাধিক পদে চাকরি, কর্মস্থল ঢাকা
আকর্ষণীয় বেতনে ল্যাবএইড হাসপাতালে চাকরি
X
Fresh