• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের ১০০ কিলোমিটার পদযাত্রা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২০, ২১:০৩
RBI students walk 100 km against rape
ধর্ষণের বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের ১০০ কিলোমিটার পদযাত্রা শুরু

‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’সহ চারটি প্রতিপাদ্য সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জ থেকে ঢাকার অভিমুখে ১০০ কিলোমিটার পদযাত্রা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থী। শনিবার (১০ অক্টোবর) বিকেল চারটায় কিশোরগঞ্জ শহরে মানববন্ধন শেষে তারা এই পদযাত্রা শুরু করেন।

ধর্ষণের বিরুদ্ধে এই পদযাত্রার অন্য তিনটি প্রতিপাদ্য হলো, ‘ধর্ষণের জন্যে পোশাক দায়ী নয়; ধর্ষক পুরুষ জাতির কলঙ্ক এবং ধর্ষণের জন্যে বিকৃত মানসিকতা ও বিচারহীনতার সংস্কৃতি দায়ী।’

পদযাত্রায় অংশ নেয়া এই চার শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের বিডি রায়হান, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ইফতিখার আলম আনন্দ, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের সাকলাইন উচ্ছাস এবং সংগীত বিভাগের প্রথম বর্ষের আশফাক অনিক।

পদযাত্রার বিষয়ে জানতে চাইলে ইফতিখার আলম আনন্দ বলেন, ‘দেশে প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে যাওয়ায় দেশের একজন নাগরিক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রতিবাদস্বরূপ আমরা চারজন মিলে কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এই পদযাত্রা শুরু করেছি। পায়ে হেঁটে আমরা কিশোরগঞ্জ সদর থেকে কাপাসিয়া, রাজেন্দ্রপুর, টঙ্গী হয়ে ঢাকায় ঢুকবো।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণের একমাত্র কারণ ধর্ষক। আমরা দেখেছি ধর্ষণের পর বিভিন্ন মহল ধর্ষণের কারণ হিসেবে বিভিন্ন জিনিস উত্থাপন করে। যারা এটা করতে চায় তারা আসলে ধর্ষণকে নরমালাইজড করার চেষ্টা করে। ভিক্টিম ব্লেমিং করে। কিন্তু আমরা মনে করি ধর্ষণের পেছনে কোনো প্রভাবক দায়ী নয়, ধর্ষণের দায় একমাত্র ধর্ষণকারীর। ধর্ষণকে নর্মালাইজ করা যাবে না। আমাদের হয়ত চারদিন লাগবে ঢাকায় পৌঁছাতে। এই চারদিনের পথে আমরা বিভিন্ন জায়গায় থামবো, আমাদের প্রতিপাদ্য বিষয়গুলো সম্পর্কে মানুষকে বিস্তারিত জানাবো।’

পদযাত্রার কর্মসূচিগুলো সম্পর্কে জানতে চাইলে আরেক শিক্ষার্থী সাকলাইন উচ্ছ্বাস বলেন, ‘আমরা বিকেল চারটায় কিশোরগঞ্জ শহরে মানববন্ধন শেষে পদযাত্রা শুরু করেছি। রোববার (১১ অক্টোবর) আমরা পাকুন্দিয়া থেকে কাপাসিয়া অভিমুখে যাত্রাপথে ধর্ষণরোধে বিভিন্ন বাজারে জনমত গড়ে তুলবো। সোমবার (১২ অক্টোবর) কাপাসিয়া থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত আগের মতো হেঁটে হেঁটে জনমত গঠন করবো। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার রাজু ভাস্কর্য অভিমুখে প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদী কর্মসূচী পালন করবো এবং শাহবাগে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবং বিচারহীনতার সংস্কৃতি বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করবো।’
পি

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রোডাকশন ম্যানেজার
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
মান বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন রাজনৈতিক কর্মী
X
Fresh