• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শাবি ক্যাম্পাস লকডাউন

শাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ১৭:১৮
Shahjalal University of Science and Technology, Sylhet
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণরোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনিদির্ষ্টকালের জন্য লকডাউন ঘোষণা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রেজিস্ট্রার সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ লকডাউন ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণরোধে আজ ১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে পরদিন সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউনে থাকবে। উক্ত সময় ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত কোনো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।’

ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ল্যাব বিকাল ৫টা থেকে বন্ধ রাখার জন্য বিভাগীয় প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে ক্যাম্পাসে অবস্থানকারীদের ক্ষেত্রে এ আদেশ শিথিলযোগ্য থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এম

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবি ছাত্রলীগের সভাপতি খলিল, সম্পাদক সজিব
শাবিপ্রবির পিএসএস সোসাইটির ভিপি মোবাশ্বির, সম্পাদক মমিন
শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অসীম
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটিতে শাবির দুই অধ্যাপক
X
Fresh