• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: অনলাইনে ক্লাস নেবেন ইবি শিক্ষকরা

ইবি প্রতিনিধি

  ০৬ মে ২০২০, ১৭:১৫
করোনাভাইরাস, অনলাইনে ক্লাস, ইবি, শিক্ষক
ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণকালে বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত রাখতে অনলাইনে ক্লাস নেবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এছাড়াও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে সেশনজট মুক্ত রাখতে ক্যাম্পাস খোলার আগ পর্যন্ত সকল শিক্ষককে অনলাইনে ক্লাস নেয়ার আহ্বান জানান উপাচার্য।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে অনলাইনে ক্লাস শুরু হবে। আমরা কোনভাবেই চাইনা ইসলামী বিশ্ববিদ্যালয় সেশন জটের মুখোমুখি হোক। করোনা পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবিলা করার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আহ্বানে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন অনলাইন শিক্ষা চালু করছে। সকল বিভাগীয় সভাপতির সাথে কথা বলে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থী নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে না পারেন তাহলে যথাযথ প্রমাণ দাখিল করলে পরবর্তীতে নিশ্চয়ই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরপূর্বক ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ: টিআইবি
ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে সংশোধিত ফল প্রকাশ
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, সংশোধিত ফল রাতেই
X
Fresh