• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করোনায় এবার বন্ধ ঢাকা মেডিকেল কলেজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০২০, ১৪:২২
ঢাকা মেডিকেল কলেজ
ঢাকা মেডিকেল কলেজ (ফাইল ছবি)

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ বুধবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি আরও বলেন, কলেজে যারা ছাত্র তাদের জন্য ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কলেজের সব অফিস খোলা থাকবে। তবে যারা চিকিৎসায় নিয়োজিত তাদের জন্য খোলা।

এর আগে সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এক জরুরি বৈঠকে বসেন। দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠকে করোনা ভাইরাস নিয়ে আলোচনা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
গ্লোব শপিং সেন্টারের ব্যবসায়ীদের মানববন্ধন
X
Fresh