• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুজিব বর্ষ উদযাপনে মোদিকে চান না ইবি শিক্ষার্থীরা

ইবি সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৭
মুজিব বর্ষ উদযাপনে মোদিকে চান না ইবি শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ছবি: আরটিভি অনলাইন

মু‌জিব বর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‍্যালের পাদদেশে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় মোদির ঠাই নাই’, ‘সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশে চাই না’, ‘মুসলিমদের ওপর হামলা বন্ধ কর, করতে হবে,’ ‘গো ব্যাক মোদি’, বয়কট মোদিসহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশে মোদির মতো সাম্প্রদায়িক ও দাঙ্গাবাজ নেতা মুজিব বর্ষে আসুক, সেটি আমরা চাই না। তাই আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত মুজিব বর্ষের বিশেষ অনুষ্ঠানে মোদি যাতে না আসতে পারেন সেই ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। অপরদিকে নরেন্দ্র মোদি সাম্প্রদায়িক চেতনায় ভারতে মুসলমানদের উৎখাত করে দিতে মুসলিমদের ওপর হামলা চালাচ্ছে। বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে মোদিকে বাংলায় আসতে দেওয়া অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী। তাই আমরা মুজিববর্ষে মোদিকে চাইনা।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লীতে নাগরিক সংশোধনী আইন নিয়ে বিরোধের জেরে বেছে বেছে মুসলিমদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন স্তরের জনগণ মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদি অংশগ্রহণ করেন, সেটি চান না।

এজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মোদি
লোকসভা নির্বাচনের আগে কৃষক বিক্ষোভের মুখে মোদি  
X
Fresh