• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ 

জাবি সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯
জাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ 
শিক্ষার্থী আদনান সাকিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সিকদার (আন্তর্জাতিক সম্পর্ক ৪০ ব্যাচ) বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে জাবি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম আদনান সাকিব (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র ৪৮ ব্যাচ)।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘ক্যাফেটেরিয়াতে আমরা যে ফ্যানের নিচে বসে ছিলাম উনি (শামীম) সুইচের পাশে বসা ছিল। উনাকে ফ্যানের সুইচ অফ করার জন্য বললে উনি আমাকে গিয়ে সুইচ অফ করতে বলেন। আমি সুইচ অফ করার পর আমার ব্যাচ জিজ্ঞেস করেন এবং সঙ্গে সঙ্গে মারপিট শুরু করেন। এক পর্যায়ে উনার বান্ধবীও মারধরে অংশ নেয়।

অভিযুক্ত শামীম সিকদার বলেন, ‘ছেলেটা আমাকে হাতের ইশারা দিয়ে ফ্যান অফ করতে বলে। আমি সুইচ অফ না করলে তিনি ফ্যানের সুইচ অফ করে আমার গায়ে হাত দেয়, কেন আমি ফ্যানের সুইচ অফ করলাম না জানতে চায়। আমার গায়ে হাত দিলে হাতাহাতির ঘটনা ঘটে। তার (সাকিব) চেয়ারের বাড়িতে আমার বান্ধবী আঘাত পায়’।

এদিকে অভিযুক্ত শামীম শিকদারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রক্টরের বরাবর লিখিত অভিযোগ জমা দিয়ে ভুক্তভোগী ছাত্র।

এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা অভিযোগপত্র পেয়েছি। অতিদ্রুত তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে বেড়াতে যাওয়া চার কিশোরকে আটকে টাকা আদায়ের অভিযোগ 
জাবিতে নিপীড়নবিরোধী মঞ্চের মানববন্ধন
জাবিতে হলের তালা ভেঙে কক্ষ দখলের চেষ্টা, শিক্ষার্থীকে মারধর
জাবিতে নতুন প্রক্টর আলমগীর কবীর
X
Fresh