• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৩
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন

পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীরা ২০২০ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে ক্লাস বর্জন করে কলেজের সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।

জানা গেছে, সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীদের আগামী ১ এপ্রিলে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার কেন্দ্র নগরীর সরকারি মহিলা কলেজে পড়েছে। অন্যদিকে, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র নগরীর সিটি কলেজে অনুষ্ঠিত হবে।

তবে, সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীদের দাবি দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। এ কারণে তারা আশঙ্কা করছেন, এতে তাদের স্বাভাবিক পরীক্ষা ব্যাহত হতে পারে। এ জন্য তাদের দাবি পরীক্ষার কেন্দ্র মহিলা কলেজ থেকে অন্য কোনও কেন্দ্রে স্থানান্তর করার।

এ বিষয়ে সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ বাহেছ উদ্দিন খান বলেন, ছাত্র-ছাত্রীরা ভাবছে মহিলা কলেজে তাদের পরীক্ষা ভালো হবে না। এ জন্য তারা আন্দোলন করছে। প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, দেখা যাক কী হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুচ্ছ ঘটনায় সৈয়দপুরে ৩ ঘণ্টা সড়ক অবরোধ, চরম ভোগান্তি
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
গাইবান্ধার জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
শ্রীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
X
Fresh