• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাবির ক্রপ সাইন্স বিভাগের তিন শিক্ষকের নিয়োগ বাতিল

রাবি সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ২১:১৯
রাবির ক্রপ সাইন্স বিভাগের তিন শিক্ষকের নিয়োগ বাতিল
ফাইল ছবি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে সম্প্রতি নিয়োগ পাওয়া তিন শিক্ষকের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত ওই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) ওই বিভাগের এক শিক্ষকের রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।

বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্ল্যানিং কমিটির সুপারিশ অনুযায়ী ২০১৬ সালে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তিনটি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন তৎকালীন প্রশাসন। এতে ৩৮ জন নিয়োগ প্রার্থী আবেদন করেন। তবে এ বিষয়টি আর এগোয়নি। তারপর বর্তমান প্রশাসন ২০১৯ সালে নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু, এতে প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াই প্রভাষক পদে আবেদনের জন্য যোগ্যতা শিথিল করা হয়।

এর প্রেক্ষিতে বিভাগের একজন অধ্যাপক ওই রিটটি করেন। যার চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

এদিকে, গত রোববার (২৬ জানুয়ারি) রাবি উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ৪৯৭তম সিন্ডিকেট সভায় তিন জনকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া শিক্ষকরা হলেন, শামসুন্নাহার, মোক্তার হোসেন এবং রিজভী আহমেদ।

এজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
X
Fresh