logo
  • ঢাকা শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬ ফাল্গুন ১৪২৬

নিজ কক্ষে ভিপি নুর

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৫ জানুয়ারি ২০২০, ১৭:৪০ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:১১
নিজ কার্যালয়ে ভিপি নুর
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিজ কক্ষে গিয়েছেন ভিপি নুরুল হক নুর। 

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলার পর থেকেই তদন্তের জন্য কক্ষটি সিলগালা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ডাকসুর কর্মকর্তা আবুল কালাম ভিপির তালাবদ্ধ কক্ষটি খুলে দেন। এর ফলে ২৪ দিন পর নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারলো নুর।  

নুর বলেন, দীর্ঘ ২৪ দিন ধরে কক্ষ তালাবদ্ধ রাখার কোনও যৌক্তিকতা ছিল না। সেদিন আমরা যে বর্বরতার শিকার হয়েছিলাম তার চিহ্ন এই কক্ষ এখনও বয়ে বেড়াচ্ছে।’

এর আগে গত ২২ ডিসেম্বর ভিপি নুরের নিজ কক্ষে হামলার ঘটনা ঘটে। এসময় ভিপিসহ ২৪ জন আহত হন।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • শিক্ষা এর সর্বশেষ
  • শিক্ষা এর পাঠক প্রিয়