• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নোবিপ্রবি’র চার শিক্ষার্থী

নোবিপ্রবি সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১১:২৭
স্বর্ণপদক নোবিপ্রবি প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নিজ নিজ অনুষদে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০১৮ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থী।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ পদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য সারা দেশব্যাপী ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে নোবিপ্রবি'র চার শিক্ষার্থীর নাম রয়েছে।

২০১৮ সালের স্বর্ণপদকের জন্য নোবিপ্রবি'র মনোনীত শিক্ষার্থীরা হলেন, বিজ্ঞান অনুষদভুক্ত কৃষি বিভাগের ছাত্রী সাবিয়া খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের মো. মাহবুবুল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সাঈদ জাবেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের হাবিবা ইসলাম।

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ইউজিসি ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
ফের জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
X
Fresh