• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বাকৃবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

বাকৃবি সংবাদদাতা

  ০৬ জানুয়ারি ২০২০, ১৫:২৪
ছাত্র ইউনিয়ন
কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন। সমাবেশে অবিলম্বে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে বামপন্থী এ সংগঠনটি।

দুপুরে ক্যাম্পাসের শহীদ মতিউল-কাদের চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জব্বারের মোড়ে সমাবেশ সংগঠন করে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ধ্রুবজ্যোতি সিংহের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সহ-সাধারণ সম্পাদক জুবায়ের ইবনে কামাল।

বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই-আমিনসহ আরো অনেকে।

সমাবেশ থেকে বক্তরা অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান। একইসঙ্গে ঢাবি প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণের নিন্দাও জানান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
প্রচণ্ড গরমে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের
যখন শুরু হবে মঙ্গল শোভাযাত্রা
ঢাবিতে ঈদের জামাত সকাল ৮টায়
X
Fresh