• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার তারিখ ঘোষণায় আইন ছাত্র সমিতির সন্তোষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৪৬
গণতান্ত্রিক আইন ছাত্র সমিতি
গণতান্ত্রিক আইন ছাত্র সমিতির কার্যকরী সভাপতি পুলক আশরাফ ও সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন

আইনজীবী তালিকাভুক্তি নিবন্ধন পরীক্ষার (এমসিকিউ) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে গণতান্ত্রিক আইন ছাত্র সমিতি।

বৃহস্পতিবার বামপন্থী এ সংগঠনটির কার্যকরী সভাপতি পুলক আশরাফ ও সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন এক যৌথ বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষার তারিখ ঘোষণাসহ ৫ দফা দাবীতে শিক্ষানবীশ আইনজীবীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। এতে গণতান্ত্রিক আইন ছাত্র সমিতিও সংহতি প্রকাশ করে আন্দোলনে শরিক ছিল। সংগঠনটির নেতৃদ্বয় যৌথ বিবৃতিতে বলেন, আন্দোলনকারী এবং বার কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের যারা আমাদের পাশে ছিলেন এবং বিভিন্নভাবে আমাদের দাবি আদায়ে সহায়তা করেছেন, তাঁদের সকলের প্রতিই আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এছাড়া নেতৃবৃন্দ আরো বলেন- এখনও কিছু কিছু ভার্সিটির কোন কোন ব্যাচের শিক্ষানবীশদের পরীক্ষায় অংশ নিতে দেয়া হচ্ছেনা। আমরা আশা করবো, বাংলাদেশ বার কাউন্সিলের সংশ্লিষ্টরা তাদের বিষয়গুলো সদয় বিবেচনা করবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh